
রোমান খান, ডে-নাইট নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে আজ আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম। তিনি জেলার নিরাপত্তা ও জনসেবায় নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করা হচ্ছে।.
.
জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বিদায়ী ওসির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেওয়ার পর আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, "ব্রাহ্মণবাড়িয়ার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পাশে থেকে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।.
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমি সকলের সহযোগিতা কামনা করি।".
.
নতুন ওসির যোগদানকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আজহারুল ইসলামের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। তারা আশা প্রকাশ করেন যে, তিনি জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করবেন এবং মানুষের আস্থা অর্জনে সক্ষম হবেন।.
উল্লেখ্য, আজহারুল ইসলাম এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: